Menu Sliding loi bai hat Search

Video মায়ানমারে মুসলিম বিদ্বেষ ছড়ানোর কে এই মূল হোতা ?

Ca sỹ: RMM Tv

245,366 Lượt xem

Mô Tả

মায়ানমারে রোহিঙ্গা মুসলিমদের উপর বর্বর নির্যাতনের প্রধান আসামী !! ২০০৩ সালে ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর দায়ে তার২৫ বছরের জেল হয়। পরবর্তীতে ২০১০ সালে জেল থেকে মুক্তি লাভ করে সে নিজেকে মায়ানমারের ” ওসামা বিন লাদেন” হিসেবে প্রচার করে !! তখন থেকে সে ইউটিউব ও ফেসবুকের মত মিডিয়াতে ব্যাপক প্রচারনা চালাতে থাকে ।


২০০১ সালে সে মুসলিম বিদ্বেষী গোষ্ঠী “969 movement” এ যোগ দেয় । তার বিরুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে উৎপীড়ন চালানোর জন্য প্রচারনা চালানোর অভিযোগ থাকলেও সে নিজেকে একজন শান্তিপ্রিয় ধর্মজাজক হিসেবেই দাবি করে ! অবশ্য সে প্রকাশ্যে মুসলমানদেরকে শত্রু বলে দাবি করে !!
২০১৩ সালের জুন মাসে প্রকাশিত টাইম ম্যাগাজিনের কাভার পেজে তাকে “The Face of Buddhist Terror” হিসেবে অভিহিত করা হয় ! “ তুমি দয়ামায়া-ভালোবাসায় পরিপূর্ন হতে পারো, কিন্তু তুমি পাগলা কুত্তার পাশে ঘুমাতে পারো না” – মুসলিমদের উদ্দেশ্য করে বলা তার বচন ! সে আরো বলে যে আমরা যদি দুর্বল হয়ে যাই, তবে আমাদের ভূমি একদিন মুসলিমদের হয়ে যাবে !!

Video cùng người đăng