মায়ানমারে রোহিঙ্গা মুসলিমদের উপর বর্বর নির্যাতনের প্রধান আসামী !! ২০০৩ সালে ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর দায়ে তার২৫ বছরের জেল হয়। পরবর্তীতে ২০১০ সালে জেল থেকে মুক্তি লাভ করে সে নিজেকে মায়ানমারের ” ওসামা বিন লাদেন” হিসেবে প্রচার করে !! তখন থেকে সে ইউটিউব ও ফেসবুকের মত মিডিয়াতে ব্যাপক প্রচারনা চালাতে থাকে ।
২০০১ সালে সে মুসলিম বিদ্বেষী গোষ্ঠী “969 movement” এ যোগ দেয় । তার বিরুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে উৎপীড়ন চালানোর জন্য প্রচারনা চালানোর অভিযোগ থাকলেও সে নিজেকে একজন শান্তিপ্রিয় ধর্মজাজক হিসেবেই দাবি করে ! অবশ্য সে প্রকাশ্যে মুসলমানদেরকে শত্রু বলে দাবি করে !!
২০১৩ সালের জুন মাসে প্রকাশিত টাইম ম্যাগাজিনের কাভার পেজে তাকে “The Face of Buddhist Terror” হিসেবে অভিহিত করা হয় ! “ তুমি দয়ামায়া-ভালোবাসায় পরিপূর্ন হতে পারো, কিন্তু তুমি পাগলা কুত্তার পাশে ঘুমাতে পারো না” – মুসলিমদের উদ্দেশ্য করে বলা তার বচন ! সে আরো বলে যে আমরা যদি দুর্বল হয়ে যাই, তবে আমাদের ভূমি একদিন মুসলিমদের হয়ে যাবে !!